রেল ইঞ্জিনের ধাক্কায় আহত ৬ জন

পরিত্যক্ত রেলক্রসিং পার হওয়ার সময় একটি অটোরিকশাকে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি রেল ইঞ্জিন ধাক্কা দিলে অটোরিকশায় থাকা ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেঙ্গুড়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে উল্টে যায়। এতে চালক ও যাত্রী আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত অটোরিকশার চালক আবু তাহের ও যাত্রী মোঃ জামালের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা নিশ্চিত করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসাব উদ্দিন জানান, নতুন চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটে ইঞ্জিনটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। সারোয়াতলী এলাকায় একটি পরিত্যক্ত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন