কলেজ শিক্ষার্থী জামসেদ এক হাতেই চালান রিকশা ভিডিও

এক হাতেই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন ফটিকছড়ির জামসেদ। অভাবের তাড়নায় পড়ালেখার পাশাপাশি নিজের খরচ যোগাতে কাজ করতেন বিভিন্ন কারখানায়।

কয়েক বছর আগে চট্টগ্রাম নগরীর একটি প্লাস্টিক কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তার ডানহাত ওড়ে যায়। দুর্ঘটনায় হাত হারানোর পর জামসেদের পড়ালেখা যখন বন্ধ হওয়ার উপক্রম তখন হার না মানা এ তরুণ বেছে নেন রিকশা চালানোর মতো কঠিক কাজকে। তার অদম্য ইচ্ছা শক্তি আর মনোবল যেনো তাকে দমিয়ে না যাওয়ার প্রেরণা যোগায়। ফলে অন্য কোনো কাজ না পেয়ে রিকশা চালিয়েই পড়ালেখা এবং জীবিকা দুটোই নির্বাহ করছেন।

আরও পড়ুন