চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দেওয়ায় মো. নাসির উদ্দীন (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে।
নিহত নাসির উদ্দীন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরাচিতলিয়া এলাকার মৃত ফিরোজ মন্ডলের ছেলে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলঘর এলাকার বরুমতি ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মারসা পরিবহনের একটি বাস গাছবাড়ীয়া কলঘর এলাকায় পৌঁছালে গাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায়। সেজন্য বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিলো। ঠিক সেই সময় একই দিক আসা চট্টগ্রামগামী ইউরো পরিবহনের আরেকটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা মারসা পরিবহনের বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাকি কয়েকজন আহত হয়েছেন। বাস ২টি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।