চন্দনাইশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

চট্টগ্রামের চন্দনাইশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা শুক্রবার (১জুলাই) বিকালে কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ (বালক) প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক,
যুবলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মীর মহিউদ্দিন, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার জীবন কানাই সরকার ও তপন কুমার পোদ্দার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি, হাশিমপুর ইউ.পি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আমজাদুল হক চৌধুরী দুলাল, চন্দনাইশ পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক লোকমান হাকিম, কাউন্সিলর নুরুল ইসলাম চৌধুরী, হাশিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক যথাক্রমেঃ- আইয়ুব আলী, গোপাল কৃষ্ণ ঘোষ, জাকের হোসেন, হাবিব উল্যাহ, হোসেন সরওয়ার্দি, শাহীন আক্তার, ফরমান উল্লাহ্, চন্দনাইশ উপজেলা সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদুর রহমান চৌধুরী, পৌরসভা ছাত্রলীগ নেতা আমির হোসেন চৌধুরী, সাইদুর রহমান ওয়াহিদ, ওমর ফারুক প্রমূখ।

আরও পড়ুন