ভূমিমন্ত্রীর সাথে চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত দুই সদস্যের সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত দুই সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে মতবিনিময় করেছেন। সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ভুমিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাতে তারা মিলিত হন।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে কর্ণফুলী উপজেলা ও চসিক আংশিক (১৮টি ওয়ার্ড) নিয়ে গঠিত ৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ ও আনোয়ারা থেকে নির্বাচিত আলমগীর চৌধুরী ভূমিমন্ত্রীর সাথে এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
এ সময় ভূমিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও ন্যায় নীতির সাথে দায়িত্ব পালন করে জনরায়ের প্রতি আস্থার প্রতিদান দিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে পরিশ্রম করে যেতে হবে। জনপ্রতিনিধিত্ব করা একটি দায়িত্ব, এখানে নিজের লাভ ক্ষতি বিবেচনার সুযোগ নেই। জবাবে নবনির্বাচিত দুই সদস্য যথাযথভাবে দায়িত্ব পালনে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।