রাউজানে স্বামী পরিত্যক্তা নারীর আত্মহত্যা
চট্টগ্রামের রাউজানে স্বামী পরিত্যক্তা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বক্সি তালুকদার বাড়িতে এঘটনা ঘটে। স্বামী পরিত্যাক্তা ওই মহিলার নাম মুন্নি আক্তার (৩৮)। তিনি ওই এলাকার মো. সামসু মিয়ার কন্যা। তিনি এক সন্তানের জননী।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আবদুর নবী জানান, ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মুন্নি আকতার। পুলিশ এসে ফাঁসিতে ঝুঁলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, আত্মহননকারী মুন্নি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। গত কয়েক বছর আগে স্বামীর সাথে বনিমানা না হওয়ায় সংসার ত্যাগ করে বাপের বাড়িতে চলে আসে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুণ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় দরজার হুক মারা ছিল। পুলিশ দরজা ভেঙ্গে লাশ ফাঁস থেকে নামায়। তিনি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।