হাটহাজারীতে ভোক্তা অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা আরও বৃদ্ধি পেলে ভোক্তার অধিকার সংরক্ষণ সহজ হবে। আইন কেবল শাস্তি দেওয়ার জন্য নয় বরং অবৈধ কাজ থেকে সবাইকে দূরে রাখার একটি প্রচেষ্টা। ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের পাশাপাশি সর্বস্থরের জনসাধারণকে যার যার অবস্থান থেকে প্রচারণা চালাতে হবে। কেউ প্রতারিত হলে ভোক্তা অধিদপ্তর বা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের বরাবরে অভিযোগ জানাতে হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারী জরিমানার ২৫% প্রাপ্ত হবেন।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, ইন্সপেক্টর (অপারেশন) আমিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রিসালাত আহমেদ, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। সেমিনারে বক্তব্য রাখেন ক্যাব হাটহাজারীর সভাপতি সাংবাদিক জিয়া চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন, পৌরসভা ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম, নিরাপদ সড়ক চাই হাটহাজারীর সভাপতি ওযায়ের আহমেদ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দীন, সাংবাদিক শ্যামল নাথ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন