দোহাজারীতে সাঙ্গু নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গু নদী থেকে মীনা তালুকদার (৬৫) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সোনা মেম্বার বাড়ির সুকেন্দ্র তালুকদারের স্ত্রী।
সোমবার (২৪ জুন) দুপুরে দোহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ মাসুমকে অবহিত করেন। কাউন্সিলর আব্দুল আজিজ মাসুম থানা পুলিশকে খবর দিলে উপপরিদর্শক ভক্ত দত্ত ও নুর আমজাদ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন।
ওই বৃদ্ধার কোমরে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া নাম্বারে কল দিলে তার পুত্রবধূ পরিচয়ে তাপসী তালুকদার জানায়, রবিবার রাতে আমার শাশুড়ীর সাথে আমাদের কথা হয়েছে। সোমবার সকালে তিনি ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিলো। ভোর সাড়ে ৫টা থেকে তিনি নিখোঁজ ছিলেন।
চন্দনাইশ থানার উপপরিদর্শক ভক্ত দত্ত বলেন, ধারনা করা হচ্ছে সকালে কোন এক সময় ওই বৃদ্ধা নদীতে পড়ে যায়। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। সুরতহাল রিপোর্ট শেষে লাশটি থানায় নেওয়া হবে। ইতিমধ্যে ওই বৃদ্ধার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।