স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় মো. সাকিব (২৪) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের চাগাচর এলাকার একটি ভাড়া বাসা থেকে এই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাকিব কুমিল্লা জেলার মুরাদনগর থানার দক্ষিণ বিলালপুর এলাকার মো. বাদশার ছেলে।
নিহতের পিতা মো. বাদশা জানান, কুমিল্লা জেলার হোমনা কাশিপুর এলাকার মো. শাহ্ আলমের মেয়ে তানিয়া আক্তার (২১) কে গত বছর ১৫ জানুয়ারি বিয়ে করেন সাকিব। কেজি স্কুল থেকে তারা একে অপরের সহপাঠী ছিলেন। বিয়ের পর থেকে ভালোই চলছিল তাদের সংসার। সাকিব ঢাকায় কাপড়ের হোলসেলের ব্যবসা করতো। গত দুই মাস আসে সাকিবের স্ত্রী তানিয়া বাবার বাড়ি বেড়াতে যায়।বারবার চেষ্টা করেও বাবার বাড়ি থেকে স্ত্রীকে আনতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সাকিব। রবিবার রাত ১টার দিকে বাবার সাথে কথাবার্তা শেষ করে সে নিজ কক্ষে ঘুমাতে যায়। সোমবার সকাল থেকে যখন সে ঘুম থেকে উঠছে না, তখন তার বাবা বেলা ১১টার দিকে ডাকতে যায়। কিন্তু রুমের ভিতর থেকে দরজা আটকানো থাকায় পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।