চন্দনাইশে ১হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ মোহা. নুরুল আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌণে ১টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী এন.আর ট্রাভেলস বাসে অভিযান চালিয়ে মোহা. নুরুল আলমকে আটক করে। এসময় তার ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন : https://ctgsangbad24.com/upazila/6684/
আটককৃত যুবক চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি (হাছিরপাড়া) এলাকার মৃত মোহা. ইমাম শরীফের ছেলে।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”