বাঁশখালী ভূমি অফিসে টাকাসহ দালাল গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসকে দালালমুক্ত করার জন্য অব্যাহত অভিযান চলমান রয়েছে। এ ভূমি অফিস এখন দালালদের আতংকের জায়গা। জনহয়রানীমুক্ত সেবা দিতে অব্যাহত অভিযানের অংশ হিসেবে হাতেনাতে মো. ফোরকান (৩৫) নামে অভিযুক্ত এক দালালকে জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় নামজারি করিয়ে দেওয়ার নামে হাতিয়ে নেওয়া গ্রাহকের ২৫ হাজার টাকা উদ্ধার করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে ভূমি অফিস চত্বর এলাকা থেকে দালাল মো. ফোরকান কে হাতেনাতে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান। এ সময় অভিযুক্ত মো. ফোরকান কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করা হয় ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন : বাঁশখালী ভুমি অফিসে তিন দালাল গুনলো জরিমানা – CTG SANGBAD24

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান বলেন, ‘উপজেলার সরল ইউপির ৪ নম্বর ওয়ার্ডের কাহারঘোনা এলাকার কাপড় ব্যবসায়ী মো. ফখরুদ্দীন নামজারী খতিয়ান করে দেওয়ার জন্য ফোরকান নামের একজন দালালকে ৭ থেকে ৮ মাস আগে ৩৫ হাজার টাকা দেয়। পরবর্তীতে দালাল তার নামজারি না করে তাকে বিভিন্ন কথা বলে ঘুরাতে থাকে ও হয়রানি করে। ভুক্তভোগী প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে গত পনের দিন আগে আমার সাথে কথা বলেন ও বিস্তারিত হয়রানির কথা জানালে আজ দুপুরে দালাল ফোরকান কে আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ সময় ফোরকানের কাছ থেকে ভুক্তভোগীর ২৫ হাজার টাকা উদ্ধার করে দেওয়া হয় ও ভুক্তভোগী কে সরকারি খরচ (১১৭০ টাকায়) নামজারি করে দেওয়া হয়। একই সাথে দালালকে জরিমানাপূর্বক মুচলেকা দিয়ে সতর্ক করে দেওয়া হয়।’

হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন