চট্টগ্রাম নগরীতে মোঃ ইয়াছিন আরাফাত মান্না(২৪) নামে এক মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। রবিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন পাটাইন্না গোদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে থাকা ৫শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার মোঃ ইয়াছিন আরাফাত মান্না চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন চা বাগানে কোদালা এলাকার আলম হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানা ওসি জাহেদুল কবির বলেন, এই সংক্রান্তে গ্রেফতার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।