চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইয়াবাসহ ৭ মামলার পলাতক আসামি মো. সৈয়দ আলম বাঘাইয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডীর ফুলতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে ।
গ্রেফতারকৃত সৈয়দ আলম বাঘাইয়া বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের তুলাতল নবী সওদাগর বাড়ির মৃত শামসু আলমের পুত্র।
বোয়ালখালী থানা সূত্রে জানা যায়,সৈয়দ আলম বাঘাইয়ার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতির অভিযোগে চট্টগ্রাম জেলার বোয়ালখালী, রাউজান, পটিয়া, নগরীর বাকলিয়া, পাঁচলাইশ ও বান্দরবান পার্বত্য জেলায় ৭টি মামলা রয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃত বাঘাইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।