চট্টগ্রামের রাউজানে ইয়াবাসহ মো. এরশাদ (৩১) ও মো. আসিফ (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাত ২টায় বাগোয়ান ইউনিয়নের ১নং ওয়ার্ডের গশ্চি নয়াহাট টু কাপ্তাই মহাসড়কের দক্ষিণ পাশ্বর্স্থ আজিজের পানের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরশাদ রউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামজার পাড়ার হাজী দোলা মিয়ার বাড়ির মৃত শফিউল আলমের ছেলে, আসিফ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মো. নুরুল হকের ছেলে।
রাউজান থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) অজয় দেব শীল বলেন, ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।