চন্দনাইশ উপজেলার সেরা ভূমি সহকারী কর্মকর্তা (ইউএলও) নির্বাচিত হয়েছেন দোহাজারী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. এনামুল হক। ভূমি সেবা সপ্তাহ-২০২৪ পালন উপলক্ষে আয়োজিত সভায় সোমবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাজী মোঃ এনামুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম প্রমুখ।
সম্মানপ্রাপ্তির প্রতিক্রিয়া জানতে চাইলে কাজী মোঃ এনামুল হক বলেন, “সম্মাননা পেয়ে আমি খুবই আনন্দিত। সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করায় আমাকে এই সম্মাননা প্রদান করা হয়। অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি দোহাজারী ভূমি অফিসের আওতাধীন জনসাধারণের সেবা করতে পেরে নিজেকে আজ খুব গর্বিত মনে হচ্ছে। আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে সম্মাননা প্রদান করায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের নিকট বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মাননা ভবিষ্যতে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আরও বড় ভূমিকা রাখবে। আমি ভবিষ্যতে আমার উপর অর্পিত দায়িত্ব আরো যথাযথভাবে পালন করব। আমি এলাকাবাসীর নিকট দোয়া কামনা করছি।”
উপজেলার শ্রেষ্ঠ ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম বলেন, ”দোহাজারী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তার এ অর্জনে দোহাজারীবাসী গর্বিত। তার কর্মদক্ষতা, ভূমি বিষয়ক জ্ঞান ও আন্তরিক সেবা প্রদানের মানসিকতা অন্যদের জন্য অনুসরণীয়। আশা করি ভূমি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে হয়রানি ও ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ রাখবেন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।