বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত রেখেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত আটটার পর দোকানপাট খোলা রাখায় দশ ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ আগষ্ট) রাত আটটার পর উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট, বাগিচাহাট, দেওয়ানহাট ও দোহাজারী পৌরসভা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বিশ্বব্যাপী জালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ সময় চন্দনাইশ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতে অভিযান : চন্দনাইশে জরিমানা গুনলো ১৬ প্রতিষ্ঠান – CTG SANGBAD24
বিদ্যুৎ সাশ্রয়ে অভিযানঃ চন্দনাইশে ১১ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা – CTG SANGBAD24
বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান : চন্দনাইশে ১৮ ব্যবসায়ীকে জরিমানা – CTG SANGBAD24
চন্দনাইশে ২টি কমিউনিটি সেন্টার ও ৮ ব্যবসায়ীকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা – CTG SANGBAD24
চন্দনাইশে ২দিনে ২১ দোকানীকে জরিমানা – CTG SANGBAD24
চন্দনাইশে ৪ হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা – CTG SANGBAD24