চন্দনাইশে ২টি কমিউনিটি সেন্টার ও ৮ ব্যবসায়ীকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত রেখেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ৮ জন ব্যবসায়ী ও আলোকসজ্জা করায় দুইটি কমিউনিটি সেন্টারকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ আগষ্ট) রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকার বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযান পরিচালনাকালে উপজেলার
গাছবাড়িয়া কলেজ গেইটের পাঁচজন ব্যবসায়ীকে ২ হাজার ৫শত টাকা ও দোহাজারী পৌরসভার তিনজন ব্যবসায়ীকে ৪ হাজার ৫শত টাকা এবং সরকারি নির্দেশনা অমান্য করে আলোকসজ্জা করায় হাশিমপুর ও দোহাজারীর দুইটি কমিউনিটি সেন্টারকে ৮ হাজার ৫শত টাকাসহ সর্বমোট ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বিশ্বব্যাপী জালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারী নির্দেশনা অনুযায়ী বুধবার রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ সময় চন্দনাইশ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।