চন্দনাইশে ২দিনে ২১ দোকানীকে জরিমানা
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮ টার পর দোকানপাট খোলা রাখায় চট্টগ্রামের চন্দনাইশে দুই দিনে ২১ দোকানীকে দশ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ আগষ্ট) রাত ৮ টার পর উপজেলার বিভিন্ন এলাকার বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট, চন্দনাইশ পৌর সদর ও খাঁনহাটসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৬ দোকানির কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৮ আগস্ট) রাতে চন্দনাইশ পৌর সদর, গাছবাড়িয়া কলেজ গেইট, খাঁনহাট ও জোয়ারা রাস্তার মাথাসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১৫ দোকানির কাছ থেকে চার হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, “বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার ও মঙ্গলবার রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চন্দনাইশ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।