আনোয়ারায় ২৪ দিনেও হদিস নেই মাদ্রাসা শিক্ষার্থী সাইফুলের
আনোয়ারায় ২৪ দিনেও হদিস নেই সাইফুল ইসলাম ইমন(১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী । গত ৩০ জুলাই সকাল সাড়ে ৯টায় ঘর থেকে বের হয়ে সে আর ফেরেনি। সাইফুল উপজেলার চাতরী ইউনিয়নের দক্ষিণ চাতরী এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পুত্র। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
মঙ্গলবার(২৩ আগস্ট) সাইফুলের বাবা জাহাঙ্গীর আলম আনোয়ারা থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।
সাইফুলের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ৩০ জুলাই সকালে কাউকে না বলে আমার ছেলে ঘর থেকে বের হয়ে যায়। আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আমার ছেলের গায়ের রং শ্যামলা,উচ্চতা ৪ ফুট।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান বলেন, ১২ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের একটি ডায়েরী করেছে ছেলেটির পিতা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।