বিশ্বব্যাপী জালানীর মূল্যবৃদ্ধি জনিত কারনে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত রেখেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ আগষ্ট) রাত ৮ টার পর উপজেলার বিভিন্ন এলাকার বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযান পরিচালনাকালে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮ টার পর দোকানপাট খোলা রাখায় উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট, খাঁনহাট, কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল ও রৌশনহাটে ১১ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে রাত ৮টার পরে দোকান খোলা রাখায় উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইটের ৫ জন দোকানীকে ৩ হাজার টাকা, খাঁনহাটের একটি সুপার শপকে ২ হাজার টাকা ও একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানকে ১ হাজার টাকা এবং কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলের দুইটি মুদি দোকানকে ২ হাজার টাকা ও রৌশনহাটের একটি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ভবনে আলোকসজ্জা করার অপরাধে বাদামতল এলাকার একটি মাল্টিপারপাস বিজনেস স্পেসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বিশ্বব্যাপী জালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারী নির্দেশনা অনুযায়ী শুক্রবার রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ সময় চন্দনাইশ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।