চন্দনাইশে ৪ হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা
চন্দনাইশে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও বাসি পঁচা খাবার মজুদ করার দায়ে ৪ হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তার সাংবাদিকদের বলেন, উপজেলার বিভিন্ন হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না হচ্ছে ও বাসি এবং পঁচা খাবার খোলা ও ফ্রিজে রাখার কারনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া অন্যান্য দোকানদার এবং ব্যবসায়ীদের সচেতন করা হয়।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার দায়ে উপজেলা সদরের কাশবন হোটেলকে ১ হাজার টাকা, আমিন উল্লাহ হোটেলকে ২ হাজার টাকা, গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় ঢাকা মিষ্টিমুখ হোটেলকে ৫ হাজার টাকা ও শাহী মিষ্টিবনকে ৫ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে।
অভিযান চলাকালে মোবাইল কোর্ট সহকারী পেশকার মোঃ মহিউদ্দিন ইরফান, চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) নিমাই পাল সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও নাছরীন আক্তার জানান, জনস্বার্থে এ রকম মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।