এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত হালদা নদীতে আবারও ভেসে উঠেছে মৃত কাতলা মাছ।
কাতলাটির ওজন ১১কেজি ৭০০গ্রাম। বুধবার (১০ আগস্ট) সকালে হালদা নদীর রাউজান অংশের সোনাই মুখ স্লুইস গেট এলাকার শাখা খালে ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে খাল থেকে কাতলাটি পাড়ে নিয়ে আসে।
স্থানীয়রা জানান, মৃত কাতলাটির গায়ে পঁচন ধরেছে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মাটি চাপা দেয়া হয়েছে।
হালদা নদীর প্রবীণ ডিম সংগ্রহকারী মো.কামাল সওদাগর বলেন, কাতলাটি ভাসতে দেখে ইউএনওকে খবর দিই। তিনি পাড়ে তুলে আনতে বলেন। পরে মাছটি পঁচে যাওয়ায় মাটি চাপা দিতে বলেন।
এবিষয়ে হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, আজ সকালে আরেকটি মৃত ব্রড কাতলা পাওয়া গেছে। মাছটি পঁচে গিয়ে একটি চোখ ভেতরে ডুকে যায়, অন্য চোখটি বিচ্ছিন্ন হওয়া ও দূর্গন্ধ যুক্ত ছিল। ধারণা করছি মাছটি কিছুদিন আগে মরে গিয়ে পঁচে যায়। অবৈধভাবে ব্যবহ্নত জাল বা বড়শিতে আটকিয়ে মাছটির মৃত্যু হতে পারে। এভাবে মা মাছের মৃত্যু হালদা বাস্তুতন্ত্রের জন্য অশনিসংকেত।
দুইদিনে হালদায় ভেসে উঠলো ৩ মৃত কাতলা মা মাছ – CTG SANGBAD24
হালদায় পরপর দু’দিন মিললো মৃত কাতলা মাছ – CTG SANGBAD24
মাত্র ১দিনের ব্যবধানে হালদায় মিললো আরেকটি মৃত ডলফিন – CTG SANGBAD24
৬দিনের ব্যবধানে হালদা নদীতে আবারও মিললো মৃত ডলফিন – CTG SANGBAD24