চট্টগ্রামের হালদা নদী থেকে আবারও মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে হালদা থেকে ৩৬টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নদীর সঙ্গে সংযুক্ত রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার বুড়িসর্তা খাল থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুড়িসর্তা খালের মুখ থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়েছে। ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি। ডলফিনটি লম্বায় ৮ দশমিক ৫ ফুট। এর ওজন প্রায় ১২০ কেজি।
তিনি জানান, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৬টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত বিপন্ন প্রজাতির মিঠাপানির কিছু ডলফিন এখনো হালদা নদীতে রয়েছে।
উল্লেখ্য, হালদা নদীতে মাছ ধরা, জাল ফেলা, বালু উত্তোলন এবং ড্রেজার চালানো নিষেধ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলনের ড্রেজার ও মাছ ধরে থাকে। যদিও আগের তুলনায় অনেকাংশে কমে গেছে সেটি। হালদা নদীতে ড্রেজারের ধাক্কা ও মাছ ধরার জালে আটকে বেশির ভাগ ডলফিনের মৃত্যু হয়ে থাকে।