পটিয়া কলেজের প্রবেশমুখে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর করেছে সরকার দলীয় সমর্থকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ভাংচুরের ঘটনা ঘটে। পটিয়া কলেজের একদল শিক্ষার্থী কোটা বাতিলের দাবিতে মিছিল করে চলে যাওয়ার পর ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালান।
এ সময় হামলাকারীরা পার্টি অফিসের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিল ভেঙ্গে রাস্তায় ফেলে দেন। যুবলীগ নেতা জমির উদ্দিনের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে বিএনপির দাবি।
এদিকে পটিয়ায় দলীয় কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের বাক- স্বাধীনতা ও হারানো গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীদেরকে হুমকি-ধামকি ও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর হয়ে বর্তমান শাসকগোষ্ঠী এই ধরনের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অবিলম্বে পটিয়া বিএনপি কার্যালয় ভাংচুর ও লুটতরাজকারী আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান নেতৃবৃন্দ।