মাত্র ১দিনের ব্যবধানে হালদায় মিললো আরেকটি মৃত ডলফিন

মাত্র ১দিনের ব্যবধানে হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। যদিও ডলফিনটি পঁচে যাওয়ায় এর মৃত্যুর কারণ জানা যায়নি। এই নিয়ে হালদা থেকে ৩৮তম মৃত ডলফিন উদ্ধার করা হলো।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট থেকে স্থানীয়রা ডলফিনটি উদ্ধার করে স্থানীয়রা।

উদ্ধারকারীরা জানান, সকালে মৃত অবস্থায় ডলফিনটি ভাসতে দেখা যায়। পরে আমরা আমরা পাড়ে নিয়ে আসি। ডলফিনটি লম্বায় ৭ ফুট, ওজন প্রায় ৬০ কেজি। ডলফিনটি পঁচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ধারণ করা বা জানা সম্ভব হয়নি। পঁচে দুর্গন্ধ হয়ে গেছে। তাই মাটি চাপা দেয়া হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, এটি খুবই দুঃখজনক, এ নিয়ে গত এক সপ্তাহে হালদা নদীতে তিনটি ডলফিনের মৃত্যু হলো। এই ডলফিনটি পঁচে গেছে, তাই মৃত্যুর কারণ জানা যায়নি। নদীতে জাল পাতা হচ্ছে। জালে আটকে পড়ে কিছুক্ষণ শ্বাস নিতে না পারলেই ডলফিন মারা যায়। তিনি আরও বলেন, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে ৩৮টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

হালদা নদীর উপর পিএইচডি ডিগ্রিধারী হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, এক সপ্তাহে ৩ টি মৃত ডলফিন পাওয়া দুঃখজনক ঘটনা। এভাবে ডলফিনের মৃত্যু হতে থাকলে হালদার অনেক ক্ষতি হবে।

(বৃহস্পতিবার) সকালে হালদা নদীর আজিমারঘাট পয়েন্টে আরেকটি মৃত ডলফিল ভেসে আসে। ডলফিনটির দেহ পঁচে গলে যায়। পরে স্থানীয়রা মৃত ডলফিনটিকে সংগ্রহ করে পাশ্ববর্তী এলাকায় মাটিতে চাপা দেয়। ডলফিনটির দেহ পঁচে যাওয়ায় তার মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হয় এটি কারেন্ট বা অন্যকোনো জালে আটকা পড়ে মৃত্যু হয়।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (২০ জুলাই) বিকেলে আজিমের ঘাট এলাকায় আরেকটি বড় আকারের মৃত ডলফিন ভেসে আসে। সেটির দাঁত ও ঠোঁটের নিচের অংশ বিচ্ছিন্ন ছিল। ধারণা করা হয় ডলফিনটি জালে আটকে যায়, তাই ঠোঁট ও দাঁত কেটে ফেলা হয়। এছাড়া গত ১৪ জুলাই রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকায় হালদার সংযোগ খাল বুড়িসর্তায় প্রায় সাড়ে ৮ ফুট দৈর্ঘ্যের ১২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল।

৬দিনের ব্যবধানে হালদা নদীতে আবারও মিললো মৃত ডলফিন – CTG SANGBAD24

হালদায় আবারও মিললো মৃত ডলফিন – CTG SANGBAD24

আরও পড়ুন