হালদায় পরপর দু’দিন মিললো মৃত কাতলা মাছ

জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালেই পরপর দু’দিন চট্টগ্রামের হালদা নদীতে মিলেছে দুটি মৃত কাতলা মাছ। ২৫ জুলাই সকালে হালদা নদীর কাগতিয়া ¯øুইচ গেইট এলাকা থেকে ৯ কেজি ওজনের এবং মঙ্গলবার (২৬ জুলাই) সকালে হালদা নদীর গড়দুয়ারা নয়াহাট এলাকা থেকে ১২ কেজি ওজনের আরেকটি মৃত কাতলা মাছ উদ্ধার হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সামাদ সিকদার বলেন, আজিমের ঘাট এলাকা থেকে উদ্ধার হওয়া মৃত কাতলা মাছটি স্থানীয়দের সহায়তায় মাটিচাপা দেওয়া হয়েছে। ২৬ জুলাই হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল উদ্ধার করেছি।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, উদ্ধার হওয়া মৃত কাতলা মাছ দুটি পচে যাওয়ায় মাটিচাপা দেওয়া হয়েছে। মাছ শিকারের জন্য বিষ প্রয়োগ করা হচ্ছে। যার ফলে বিষক্রিয়ায় কাতলা মাছ দুটির মৃত্যু হয়েছে বলে মাছ দুটির লক্ষণ দেখে আমরা ধারণা করছি।

হালদা নদীর উপর পিএইচডি ডিগ্রিধারী হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীর বিভিন্ন অংশে ও শাখা খালে অবৈধভাবে বিভিন্ন ধরনের জাল, বড়শি ও রাসায়নিক বিষ ব্যবহার করে প্রতিনিয়ত মাছ ধরা হচ্ছে যা হালদা জলজ বাস্তুতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এমতাবস্থায় আমাদের জাতীয় সম্পদ হালদা নদীর বাস্তুতন্ত্রকে স্বাভাবিক অর্থাৎ মাছ, ডলফিন ও অন্যান্য জলজ প্রাণির নিরাপদ বাসস্থান গড়ার লক্ষ্যে ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সবাইকে আরো বেশি তৎপর হতে হবে।

আরও পড়ুন