বাঁশখালীতে পুকুরে ডুবে একইদিনে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে দেড় বছর বয়সী রোমাইসা জান্নাত ও মো. আবির (২) নামে দু’টি শিশু একইদিনে মারা যাওয়ার ঘটনা ঘটে।
বুধবার (২২ মে) সকাল ৮টায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রোমাইসা। পুকুরেই ভাসমান অবস্থায় দেখেন তার বাবা। এ ঘটনায় মারা যাওয়া শিশু রোমাইসা উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকার ছনুয়া মধুখালী ইসহাক মুন্সির বাড়ির আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের কন্যা। তিনি ওএসএল ফার্মা লিমিটেড এর মেডিক্যাল প্রমোশন অফিসার।
অপরদিকে, একইদিনে বেলা ১টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে অগোচরে পাশের পুকুরে ডুবে আবির (২) নামে একশিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশু পৌরসভার উত্তর জলদী ৪ নম্বর ওয়ার্ডের নেয়াজর পাড়া এলাকার সিএনজি চালক আবু হামিদের পুত্র।
এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘পানিতে পড়ে যাওয়া মো. আবির নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিৎ করেন তিনি।’