লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাবের স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের ২০২৪-২৫ সেবা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৯ মে) সকালে অনুষ্ঠিত ক্লাবের সভায় ক্লাব সদস্যদের মতামত ও বোর্ড অব ডিরেক্টরের সিন্ধান্তক্রমে এ কমিটি গঠিত হয়।
বন্ধন লিও ক্লাবের বর্তমান সভাপতি লিও মোঃ আরমান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী লিও নুর মোহাম্মদদের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্লাবের এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের আগামী সেবাবর্ষের সভাপতি লায়ন মোঃ সেলিম, সেক্রেটারী লায়ন আবু তাহের, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, প্রাক্তন সভাপতি লায়ন মোঃ শফি, লিও মনির হোসেন বাপ্পি, আব্দুল্লাহ আল মারুফ।
সভায় সকলের সর্বসম্মত সিন্ধান্তক্রমে ২০২৪-২৫ সেবা বর্ষের জন্য গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন প্রেসিডেন্ট লিও নুর মোহাম্মদ, সেক্রেটারী লিও নাঈম উদ্দিন শাফায়েত, ট্রেজারার লিও এনামুল হক জুয়েল। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে লিও ইমরান ইমু, লিও শাহাদাৎ নুর জোসি, লিও মোহাম্মদ নাঈম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী লিও মোহাম্মদ সাজ্জাদ, লিও আকরাম উদ্দিন হিমেল, জয়েন্ট ট্রেজারার লিও ইমতিয়াজ উদ্দিন হিমেল।