চন্দনাইশে ইউ.পি সদস্যের ইন্তেকাল
চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী (মানু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৩১ জুলাই) বাদ জোহর সাতবাড়িয়া শাহ্ আমানত (রহঃ) দাখিল মাদরাসা মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বৈলতলী ইউপি চেয়ারম্যান এস.এম সায়েম এবং সকল ইউপি সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।