পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মা ও শিশুর শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা পুষ্টি গ্রহণে উদ্ধুদ্ধকরণে শ্রেষ্ঠ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, বাংলাদেশ বিনির্মানে স্বাস্থ্যসেবা একটি অপরিহার্য অঙ্গ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁচ্ছে দিতে পেরে আমি ধন্য। আনোয়ারা উপজেলার মধ্যে চাতরী একটি মডেল ইউনিয়ন। স্বাস্থ্যসেবায় শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত করায় উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগ ও উপজেলা প্রশাসনকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।