চন্দনাইশে ২৭ বোতল বিদেশি মদসহ আটক ১

চট্টগ্রামের চন্দনাইশে ২৭ বোতল বিদেশি মদ-বিয়ারসহ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকা থেকে মো. ইসমাইল (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।

আটক ইসমাইল দোহাজারী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকালে চন্দনাইশ থানার উপপরিদর্শক প্রবীন দেবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভার ষ্টেশন রোডে তাঁর দোকান তল্লাশি চালিয়ে মদ-বিয়ারসহ তাঁকে আটক করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মো. ইসমাইলকে আটক করা হয়েছে। তাঁর কাছে ১৪ বোতল বিদেশি মদ ও ১ বোতল হুইস্কি এবং ১২ বোতল হান্টার বিয়ার পাওয়া গেছে।

আরও পড়ুন