চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে অন্ময় বডুয়া (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নতুন বাড়িতে বিদ্যুতের কাজ চলমান অবস্থায় অগোচরে মিটারের প্রধান লাইনে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় অন্ময় বড়ুয়া নামে ওই শিক্ষার্থী।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া অন্ময় বড়ুয়া উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার মধ্যপাড়ার আপন বড়ুয়ার ছেলে। সে বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অন্ময় বড়ু্য়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ ঠিক করার জন্য লোকজন আসলে তাদের সাথে সহযোগিতা করছিল সে। সন্ধ্যা হলে ইলেকট্রিশিয়ান চলে আসেন এবং সেখানে হাত না দিতে সতর্কও করেন তারা। অগোচরে একপর্যায়ে মিটার সংযোগের মূল তারের সাথে জড়িয়ে পড়ে অন্ময়। পরে ঘটনাস্থলে মারা যায় সে।