চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামে নিজ গ্রীল ওয়ার্কশপে কাজ করার সময় অসতর্কতাবশতঃ বিদ্যুৎতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
নিহত জাহাঙ্গীর আলম (৪৮) উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌধুরী পাড়া মৃত নুর মোহাম্মদ এর ছেলে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ফৌজ্জারপুল এলাকায় নিজ গ্রীল ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎতায়িত হয়ে আহত হয় জাহাঙ্গীর। পরে পাশের দোকানদাররা উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ডাঃ সায়মুনা সিটিজি সংবাদকে বলেন, সকাল ৯ টার দিকে জাহাঙ্গীর নামে একজন আনলে আমরা দেখতে পাই। হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করেন।