চট্টগ্রামের বাঁশখালীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ দোকানে জাতীয় পতাকা টানাতে গিয়ে প্রকাশ কর্মকার (৩০) নামে এক ব্যবসায়ীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাম্বল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত প্রকাশ কর্মকার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৭ নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়ার কমল কর্মকার এর পুত্র। তিনি চাম্বল বাজারের অনুরুপা হার্ডওয়্যার এন্ড ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী।
স্থানীয় ব্যবসায়ী মো. বেলাল জানান, ‘একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজের হার্ডওয়্যার দোকানের সামনে পতাকা উত্তোলন করেন তিনি। তার দোকানের উপর দিয়ে টানা একটি বৈদ্যুতিক তারের সাথে অসতর্কতাবশত পতাকার সাথে থাকা লোহার পাইপের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় প্রকাশ কর্মকার। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত প্রকাশ কর্মকার নামে এক লোককে হাসপাতালে আনা হয়েছে বলে শুনেছি।’