বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে নতুন ভিটার সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোক্তার আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার শীলকূপ ইউনিয়নের অন্তর্গত মনকিচর গ্রামের সেইন্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সেইন্যা পাড়া লতিয়া বাপের বাড়ীর মৃত গুরা মিয়ার পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আ.ক.ম আশিক হোছাইন চৌধুরী।
মৃতের এক নাতি মো. ফাহিম জানান, ‘আমার দাদা প্রতিদিনের মতো আমাদের পুরানো বাড়ির অদূরে নতুন ভিটায় সবজি ক্ষেতে মোটর চালিত যন্ত্রের মাধ্যমে পানি দিতে যায় সকালে। আমার চাচাতো ভাই সাইদ দাদাকে ক্ষেতে পড়ে থাকতে দেখে। তাকে স্পর্শ করতে গিয়ে সে ছিঁটকে পড়ে যায়। পরে সে আমার আরেক চাচাকে ডেকে নিয়ে আসেন। তারা দাদাকে স্পর্শ করতে গেলেই দেখে পুরো শরীর বিদ্যুতায়িত। পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে দাদাকে মৃত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘নতুন ভিটার সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আহমদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি।’