ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে ফটিকছড়িতে বিশাল মিছিল

ফিলিস্তিনের ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ ফটিকছড়ির সর্বস্হরের তৌহিদী জনতা।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে দক্ষিণ ফটিকছড়ির আজাদী বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামেয়া আজাদী বাজার মাদরাসার সামনে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সমাবেশে ফিলিস্তিনের অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

মাওলানা আবু হানিফ ও মোঃ আজিজের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমদুল হক, বখতপুর ইউপি চেয়ারম্যান ফারুকুল আজম, ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী, ব্যাবসায়ী আলমগীর, মুফতি রিয়াজ, বাজার কমিটির সেক্রেটারি মোঃ ফারুক প্রমুখ।

বাবুনগর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদ শাহ এর মোনাজাতের মধ্যেদিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

আরও পড়ুন