ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পরে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতের নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল মোমিন রোড, জামাল খান রোড হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থসম্পাদক আল্লামা মুফতি মুহাম্মদ আলী কাসেমী, আলী ওসমান, মাওলানা লোকমান হাকিম, অ্যাডভোকেট নিজাম, যুগ্মমহাসচিব মাওলানা মীর ইদরীস, এনামুল হক মাদানীসহ নেতারা।
সমাবেশে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হেফাজত আমির বলেন, কিবলা মসজিদুল আকসা মুক্ত করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। ইসরায়েল ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম নির্যাতন চালাচ্ছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধ। মুসলিম বিশ^কে এ অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে তিনি দাবি করেন।