মিরসরাইয়ে সাড়ে তিন লাখ টাকার ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

ভারতের ফেনী সীমান্ত থেকে মিনি ট্রাকযোগে চট্টগ্রামে পাচারকালে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১৭৫ বোতল ফেনসিডিল ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মিটি ট্রাকটি জব্দ করা হয়। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের মহিরা গ্রামের মৃত ইদ্রিসের পুত্র নুরু প্রকাশ মামুন (২৩), একই এলাকার আহমদ হোসেনের বাড়ির আবদুল মান্নানের পুত্র ইসমাইল এবং চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকার নুরুল কবিরের বাড়ির হুমায়ুন কবিরের পুত্র মিছবাহ সিদ্দিক বাপ্পী (২৫)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশী চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। জব্দকৃত মিনি ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় ফেনসিডিলগুলো রাখা ছিল। এগুলো ভারত-বাংলাদেশ সীমান্তের ফেনী থেকে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন