মোখায় সতর্ক বাঁশখালী প্রশাসন
মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ ১৪ মে সকাল ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে বলে জানান আবহাওয়া অফিস। ইতোমধ্যে চট্টগ্রাম ও তার আশপাশ এলাকায় ৮নং সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্র দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং পেছনের অংশ সন্ধ্যা থেকে পরদিন (১৫ মে) ভোর পর্যন্ত উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোখা’র ঝুঁকি এড়াতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় অঞ্চল গুলোতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি অফিস। আহুত ঘূর্ণিঝড়ের ঝুঁকি এড়াতে কন্ট্রোল রুম ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জানান, ‘ঘূর্ণঝড় মোখা’র পূর্ব প্রস্তুতির জন্য উপজেলায় জরুরী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আহুত ঘূর্ণিঝড় মোখা’র ঝুঁকি এড়াতে বাঁশখালী উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। তাছাড়া শুক্রবার থেকে উপকূলীয় এলাকায় মাইকিং করে সতর্কতা জারী করে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
বাঁশখালী উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি অফিসের রেডিও অপারেটর মিঠু কুমার দাশ জানান, ‘উপজেলার পুকুরিয়া, খানখানাবাদ, বাহারছড়া, কাথারিয়া, সরল, শীলকূপ, গন্ডামারা, শেখেরখীল, পুঁইছড়ি, ছনুয়া ইউনিয়নকে উপকূলীয় অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটে ১৪শত ২০জন স্বেচ্ছাসেবক রয়েছে। সিপিপি’র সেচ্ছাসেবক যে কোন আহুত পরিস্থিতির ঝুঁকি এড়াতে প্রস্তুত রয়েছেন। স্থানীয় লোকজনকে সতর্ক করতে উপকূলীয় এলাকা গুলোতে মাইকিং করা অব্যাহত রাখা হয়েছে এবং ৪ নম্বর স্থানীয় সংকেত দেখানো হয়েছে। ইতোমধ্যে সচল ১১০টি আশ্রয় কেন্দ্রের কয়েক’টি কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং উপকূলীয় অঞ্চলে অবস্থিত স্কুল, কলেজ ও মাদরাসার ভবন গুলোও আশ্রয় কেন্দ্রের জন্য খুলে দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।’
বাঁশখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আযাদুল ইসলাম বলেন, ‘আহুত ঘূর্ণিঝড় মোখা’র প্রস্তুতি ও পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে আমার টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি)র সহকারি পরিচালক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারি কল্যাণ বড়ুয়ার সাথে কথা বললে তারা জানান, ‘উপকূলীয় ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটে ১৪শত ২০জন স্বেচ্ছাসেবক সার্বক্ষিণ প্রচার ও সতর্কতা সংকেট জানিয়ে যাচ্ছে।’
বাঁশখালী উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি অফিস সতর্কতা জারি করে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন সমুদ্রে থাকা জাহাজগুলোকে অতিসত্বর উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থেকে অবস্থান গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।