গ্যাস সরবরাহ স্বাভাবিকের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
চট্টগ্রাম নগরীর বাসা বাড়ী ও সিএনজি পাম্পসমূহে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে সাধারণ জনগণ। সোমবার (১৫ মে) দুপুরে ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন,গ্যাস সরবরাহকারী সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-কেজিডিসিএল হঠাৎ করে জানিয়েছে, ছয় থেকে সাত দিন সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে ছয়-সাতদিন সময় লাগতে পারে। গ্যাস সরবরাহ বন্ধ করার এটা কোন যৌক্তিক কারণ হতে পারে না। গ্যাস সংকটের কারণে বাসা বাড়ীতে রান্না যেমন বন্ধ, তেমনি সিএনজি পাম্পে গ্যাস না থাকায় গনপরিবহণ সংকটে চট্টগ্রামের জীবনযাত্রা দূর্বিষহ হয়ে ওঠেছে। নগরবাসীকে এমন করুণ অবস্থা থেকে বাঁচাতে সংশ্লিষ্ট দফতরকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক বিপ্লব পার্থ, ছাত্রনেতা সৌরভ প্রিয় পাল, সেলিম উদ্দিন রাসেল,
সাজ্জাদ হোসেন জাফর, সাজ্জাদ খান, মো. ফোরকান, জিয়া উদ্দিন আহমেদ, মো. ফিরোজ, মিটুন বৈষ্ণব, শরিফুল ইসলাম জুয়েল, মোঃ রুবেল প্রমূখ।
বক্তারা আরও বলেন, ঠুনকো অজুহাতে চট্টগ্রামবাসীকে সবসময় বিপাকে পড়তে হয়। সরকার চট্টগ্রামের সাথে সবসময় বিমাতাসুলভ আচরণ করে। বর্তমান সময়ে চট্টগ্রামে গ্যাস-বিদ্যুতের পাশাপাশি ওয়াসার পানিতেও সমস্যা পরিলক্ষিত। দীর্ঘদিন ধরে চট্টগ্রামবাসীকে ওয়াসার লবনাক্ত পানিই ব্যবহার করতে হচ্ছে। বক্তারা চট্টগ্রামবাসীর প্রতি এরকম বিমাতাসূলভ আচরণ পরিহারের উদাত্ত আহবান জানান।