উখিয়ায় ধানক্ষেতে মিললো অজ্ঞাত লাশ
কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার ধানক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১১ মে) বিকেলে উখিয়া থানা পুলিশ স্থানীয়দের দেওয়া খবরের ভিক্তিতে উপজেলার রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানায়, বিকেলে ওই এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন- সড়কের পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহতের পরনে একটি লুঙ্গি, গায়ে হাফহাতা টি শার্ট, মাথায় সাদা টুপি রয়েছে। তার শরীরে পচন ধরেছে এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পুলিশ বলছে, নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত-পা বাঁধা মুখে ও হাতে কালো রঙ লাগানো।
উখিয়া থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, বুকে ছুরি লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। ঘটনাস্থলে সিআইডি পিবিআই টিম রয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।