আনোয়ারায় আশ্রয়ণ কেন্দ্রে খাবার বিতরণ
ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন এবং শুখনো খাবার বিতরণ করেছেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ।
শনিবার (১৩ মে) দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এসব খাবার বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছের, রেডক্রিসেন্টের সহকারী পরিচালক নজরুল ইসলামসহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ বলেন, ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সকল আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশে জনসাধারণকে নিরাপদে নিয়ে আসার জন্য ১০ টি গাড়ীর ব্যবস্থা এবং তাঁদের মাঝে শুখনো খাবার বিতরণ করা হচ্ছে। পরিষদের পক্ষে গ্রাম পুলিশ, সিপিপি সদস্য, মেডিক্যাল টিম, পর্যাপ্ত শুকনো খাবার ও স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রয়েছে।’