ব্লুমিং স্টার লায়ন্স ক্লাবের বোর্ড সভা অনুষ্ঠিত
লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টারের ডিসেম্বর মাসের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন আরমান রসুলের সভাপতিত্বে ও ক্লাব ট্রেজারার লায়ন রুবেল রানার পরিচালনায় উক্ত সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন লায়ন মোঃ ইলিয়াস এবং আনুগত্যের শপথ পাঠ করান ক্লাবের মেম্বার লায়ন রেজওয়ান আদর।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন আরমান রসুল ২০২২-২৩ সেবা বর্ষের নতুন লিও ক্লাব গঠনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে লিওদের সাথে ২য় আলোচনা সভার আয়োজন, লিওদের কার্যক্রম নিয়ে লায়ন্সবৃন্দ আলোচনা করেন।
ক্লাবের সার্বিক কার্যক্রম এবং সেবা বর্ষের ২য় প্রান্তিক ডিসেম্বর মাসের অনুষ্ঠিতব্য ক্লাবের সকল প্রজেক্ট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ক্লাবের আইপিপি ও ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন আনিসুর রহমান নতুন লায়ন বাড়ানোর অনুরোধ জানান।
উক্ত বোর্ড মিটিং এ উপস্থিত ,ক্লাবের ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এহসান খান,ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন মো: জিয়াউল হক সোহেল,ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন শামীম আজাদ রুবেল, জয়েন্ট ট্রেজারার লায়ন শেখ আব্দুল কাদের অভি,ক্লাব সার্ভিস প্রোগ্রাম চেয়ারপার্সন লায়ন এহতেশামুল হক খান হামীম সহ প্রমূখ।