সংবাদ সম্মেলন নেতৃবৃন্দ
সেবা মানে অনন্য হবে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল আই ইনস্টিটিউট হিসেবে অনুমোদন পাওয়ায় হাসপাতালের বিষয়টি তুলে ধরার জন্য সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর জাকির হোসেন রোডস্থ ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ার প্রাক্তন জেলা গভর্ণর লায়ন নাসির উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চক্ষ হাসপাতালটি আই ইনস্টিটিউট এন্ড হসপিটাল চক্ষু বিষয়ক উচ্চতর শিক্ষা পরিচালনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অনুমোদন লাভ করেছে। সে অনুমোদনের ফলে এখন থেকে এ ইনস্টিটিউটের মাধ্যমে এম.এস.ও.পি. এবং পোস্ট-গ্র্যাজুয়েট সাবস্পেশালিটি ফেলোশীপ কোর্স চালু করা হবে পর্যায়ক্রমে। তারই আলোকে শুরুতে ২০২৩ সালে প্রাথমিকভাবে ডিপ্লোমা ইন অফথালমোলজী কোর্স চালু করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও জনবল নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। চট্টগ্রামে বিশ্বমানের চক্ষু চিকিৎসা নিশ্চিত এবং কোয়ালিটি আই স্পেশালিষ্ট তৈরীর লক্ষ্যে কাজ করবে এ ইনস্টিটিউট। চট্টগ্রামে গুণগত চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি দেশজুড়ে চক্ষু চিকিৎসায় বিশেষজ্ঞ তৈরীতে স্বল্প খরচে সেবা প্রদানই হবে এ ইনন্সিটিটিউটের প্রধান বৈশিষ্ট্য। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকবে নানা সুযোগ সুবিধা।
সংবাদ সম্মেলনে বলা হয়, এটি হবে দেশের ৮ম আই ইনন্সিটিউট। চট্টগ্রামে আরও একটিসহ সারাদেশে মোট ৭টি আই ইনন্সিটিটিউট রয়েছে। কিন্তু চট্টগ্রামে চক্ষুসেবা কার্যক্রমে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও প্যারামেডিকসহ সবধরনের কার্যক্রমে এখনও বৃহত্তর চট্টগ্রামে একটা প্রতিবন্ধকতা রয়ে গেছে। এই ইনস্টিটিউটের সুচনা সেটা কাটিয়ে উঠতে অনেকটাই সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কামরুন মালেক, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল, প্রাক্তন জেলা গভর্ণরবৃন্দ যথাক্রমে লায়ন এম.এ.মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের অনারারি সেক্রেটারী লায় ডাঃ দেবাশিষ দত্ত, ট্রেজারার লায়ন এস.জোহা চৌধুরী, একাডেমিক ডিরেক্টর লায়ন অধ্যাপক ডাঃ প্রকাশ কুমার চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু।