ডায়াবেটিস আতংকের বিষয় না, নিয়ন্ত্রণে থাকলে সুস্থ থাকা যায়

আজ ১৪ই নভেম্বর রোজ সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)’র উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ব্লুমিং স্টারের সহযোগিতায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা, ডায়াবেটিক সচেতনতায় সেমিনার, ফ্রি হেলথ চেক আপ এবং ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত কার্যক্রম সমূহ পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞাঁ, বিশেষ অতিথি যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান, জেলা পিপি লায়ন এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা জিপি এডভোকেট নাজমুল আহসান আলমগীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুর রহমান রিটু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ব্লুমিং স্টারের প্রেসিডেন্ট লায়ন মোঃ আরমান রসুল, ইলার প্রেসিডেন্ট এডভোকেট মোঃ মাহবুবুল হাসান আনু, লায়ন্স ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ জিয়াউল হক সোহেল, ইলার ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোঃ এনামুল হোসেন চৌধুরী, সেক্রেটারি মোঃ রবিউল হোসেন নয়ন, লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন এডভোকেট মোহাম্মদ হাসান আলী রুমান, ইলার জয়েন্ট সেক্রেটারি মোঃ ইউসুফ আলম মাসুদ, লায়ন্স ক্লাবের জয়েন্ট ট্রেজারার লায়ন মোঃ শেখ আব্দুল কাদের অভি প্রমুখ।

উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ।

আরও পড়ুন