হাটহাজারীতে পাহাড় কাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে বিক্রির অপরাধে মোঃ শোয়েব, মোঃ ইয়াছিন ও মোঃ মুছা নামের তিন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বোর্ড স্কুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ (গ) এবং ১৫/১ ধারায় শোয়েব, ইয়াছিন ও মুছাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে পাহাড়ের মাটি বোঝাইকৃত তিনটি মিনি ড্রাম ট্রাক আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, অবৈধভাবে পাহাড়ি মাটি কাটাসহ কৃষি জমির টপসয়েল ও অনুমোদনবিহীন মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন