ব্লুমিং স্টার লায়ন্স ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত
লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের অক্টোবর মাসের সাধারণ সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন আরমান রসুলের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন এডভোকেট হাসান আলী রুমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের ট্রেজারার লায়ন মোঃ রুবেল রানার পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে শুরু হয় সভায় আনুগত্যের শপথ পাঠ করেন ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন লায়ন এহতেশামুল হক খান হামীম।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন আরমান রসুল ২০২২-২৩ সেবা বর্ষের নতুন লিও ক্লাব গঠনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে লিওদের সাথে আলোচনা সভার আয়োজন, লিওদের কার্যক্রম নিয়ে লায়ন্সবৃন্দ আলোচনা করেন। ক্লাবের সার্বিক কার্যক্রম এবং সেবা বর্ষের ২য় প্রান্তিক নভেম্বর হতে ডিসেম্বর মাসের অনুষ্ঠিতব্য ক্লাবের সকল প্রজেক্ট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ক্লাবের নতুন সদস্য বাড়ানোর বিষয়েও সার্বিক আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন জিয়াউল হক সোহেল, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন শামীম আজাদ রুবেল, লায়ন মোঃ ইলিয়াস, লায়ন রেজয়ান আদর, লায়ন শহীদুজ্জামান চৌধুরী রাসেলসহ প্রমূখ।