সীতাকুণ্ডের স্কুলের সিলিংয়ে মিললো দেশীয় অস্ত্র
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি উচ্চ বিদ্যালয়ের সিলিং থেকে বেশকিছু ধারালো দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটায় উপজেলার পৌরসদরস্থ রেল ডেবা সংলগ্ন ৬নং ওয়ার্ডের কথাকলি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
অভিযানকালে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন ভূঁইয়া।
তিনি জানান, মহাসড়কে রাউন্ড ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে কথাকলি উচ্চ বিদ্যালয়ে কিছু দুষ্কৃতিকারী বেশকিছু দেশীয় অস্ত্র লুকিয়ে রেখেছে বলে জানতে পারি। বিষয়টির সত্যতা নিশ্চিতে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালাই। অভিযানকালে বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের কক্ষের সিলিংয়ের উপর লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের ৭ টি ধারালো কিরিচ ও একটি ২৪ ইঞ্চি লম্বা এস এস পাইপ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও কে বা কারা রেখেছে নিশ্চিত না হওয়ায় জড়িতদের আটক করা যায়নি।
উপ-পরিদর্শক (এস আই) নাছির উদ্দিন ভূঁইয়া আরও জানান, প্রাথমিকভাবে ধারণা মনে হচ্ছে পৌর সদর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে দুস্কৃতিকারীরা বিদ্যালয়ের কক্ষের ভেতরে এসব অস্ত্র লুকিয়ে রেখেছিলো। তাছাড়া এলাকায় কিশোর গ্যাং সদস্য বেড়ে যাওয়ায় তাদের কেউ রাখতে পারে। অস্ত্র উদ্ধারের পর থেকেই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছেন তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সীতাকুন্ড থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদ্যালয়ের কক্ষ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।