কসমোপলিটন লায়ন্স ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটন ও লিও ক্লাব অব চিটাগাং কসমোপলিটনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশরস্থ ৩৭নং ওয়ার্ড মুনিরনগর, মুন্সিপাড়া আলম-বকর-জাকারিয়া প্রিপারেটরি স্কুলে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের (ডিইটি ক্যাম্প) আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন ইঞ্জি. মুজিবুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য এমজেএফ, লায়ন জাহানারা বেগম, লায়ন মো: আব্দুল হান্নান ভূইয়া, জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জি চন্দন দাশ এমজেএফ, লায়ন সোহেলা মাহমুদ, লায়ন সাইফুল ইসলাম, কসমোপলিটান লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন এম এইচ শাহ বেলাল, সচিব লায়ন ইঞ্জি মো: নাঈম সারওয়ার জিতু, লায়ন আব্দুল্লাহ আল নোমান, লায়ন রমজান আলি, লায়ন দেলোয়ার হোসেন, লিও জেলার প্রাক্তন সহ-সভাপতি এড. জয় চক্রবর্তী, কসমোপলিটান লিও ক্লাব সভাপতি লিও অর্চি দাশ গুপ্তা, সচিব লিও চৌধুরী আদৃতা বড়ুয়া প্রজ্ঞা, জয়েন্ট সেক্রেটারি লিও ফাহিম রায়হান, কোষাধ্যক্ষ লিও রেজাউনুর রহমান রাকিন, লিও আরাফাত উদ্দিন রিয়ান, লিও বাবু, লিও ফয়সাল, লিও ইরফান, লিও শাহিনসহ আরো অনেকে।
উক্ত ক্যাম্পে প্রায় ৫শ রোগীর চক্ষু পরীক্ষা করা হয় এবং প্রয়োজনমত ওষুধ বিতরণ করা হয়।