মদীনাওয়ালা সুন্নিদের শক্তির উৎস : আল্লামা সাবির শাহ

ঈমান হল আল্লাহর একত্ববাদ এবং তার হাবীবে মোস্তফা (দঃ) এর মহব্বত। মোস্তফার মহব্বত ব্যতিত শুধু আল্লাহর একত্ববাদের নাম ঈমান নয়। তাই রসুলের মহব্বত ঈমানের একটি অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নবীর প্রেমে বিভোর হয়ে ফেরেস্তাদের নিয়ে দরুদ পড়েন। সকলকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন যা পবিত্র কোরানে স্পষ্ট।

চট্টগ্রামের হাটহাজারী পার্বতী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত আজিমুশশান সুন্নি সম্মেলনের প্রধান বক্তা আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, পীরে বাঙ্গাল, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) এ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাহে রবিউল আওয়াল মাসে সুন্নি জনতা ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন করছে। আর তার কারন নবীর প্রেম নবীর প্রতি অগাধ ভালবাসা। কাল কেয়ামতের মাঠে মিলাদুন্নবী (দঃ) পালনকারীদের নাজাত হবে এই মিলাদুন্নবী। মিলাদুন্নবী পালনে শুধু নবী নয় আল্লাহও খুশি। নবীর আশেকদের শক্তির উৎস মদীনা ওয়ালা। তাই সুন্নিদের কোন ভয় নেই।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, মুর্শিদে বরহক, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ)।

কাজী সৈয়্যদ মুহাম্মদ আবু সাঈদ, কাজী মুহাম্মদ আব্দুল করিম ও মুহাম্মদ আব্দুল মালেকের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি আওলাদে রসুলদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুছ চালু করেছেন বিধায় আজ চারিদিকে নবীর গুনগান চলছে। মিলাদুন্নবী কে সরকারি গেজেট করায় মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য সবাইকে দোয়া করতে বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সভাপতির বক্তব্যে বলেন, এদেশে ইসলাম এমনি আসেনি। আল্লাহর ওলিরা এদেশে অনেক কষ্টের বিনিময়ে এনেছেন। উনাদের ত্যাগ পরিশ্রম অনস্বীকার্য।

গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলা (পশ্চিম) পরিষদের ব্যবস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম, এসময় তিনি বলেন, ইসলাম নিয়ে কোন ভন্ডামী চলবেনা। যারা নবীর শানে বেয়াদবি করে ভন্ডামী করে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে তাদের চিহ্নিত করা হোক।

সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওলাদে রাসুল, হযরতুলহাজ্ব সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ), এদিকে সম্মেলনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই সুন্নি জনতা মাঠে এসে ভিড় করে। বিভিন্ন বক্তা বক্তব্য দিলেও সবার উদ্দেশ্য ছিল আওলাদে রসুলকে এক নজর দেখা।

এদিকে দুপুর ২ টার দিকে প্রধান অতিথি জোহরের নামাজের ইমামতি করেন। পরে মাঠে উপস্থিত পুরুষদের বায়’আত ও সবক প্রদান করেন। পরে মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন তিনি। এর আগে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে মহিলাদের বায়’আত করান তিনি।